প্রিয় সেকেন্ডটাইমার (সংশপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং)
প্রিয় সেকেন্ডটাইমার:
কিছু কিছু কষ্ট মানুষের জীবনের গতিপথ পাল্টে দেয়। স্টুডেন্ট লাইফে যত গুলো কষ্টের সময় তার মধ্যে আ্যডমিশন টেষ্ট অন্যতম। যাদের কপাল ভাল পরিশ্রম টা তাদের কাজে লেগে
যায়। তবে প্রথম বার চান্স পাওয়ার সৌভাগ্য অনেকের হয় না। তাদের উপর দিয়ে যে অপবাদের স্টিমরোলার চলে সেই কষ্ট কাউকে কাউকে অনেক বেশি বাস্তবতা শেখায়, আর কেউ হতাশার চাদরে দিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তবে বাস্তবতা হচ্ছে দুনিয়া কারও ব্যর্থতার কারন শুনতে চায় না। আপনার পরিশ্রম দেখবে না সবাই আপনাকে বিচার করবে আপনার সফল হওয়ার উপর। তাই এই যুদ্ধে সফল হওয়াটা অনেক বেশি ইম্পরট্যান্ট। তবে কি পড়তে হবে কি পড়তে হবে না সেটা বুঝতে পারাটা অনেক বেশি ইম্পরট্যান্ট। কোথাও অ্যাডমিট না হয়ে শুধু সেকেন্ড টাইম এর জন্য ট্রাই করেও চান্স পায় নাই এমন উদাহরণ ও যেমন আছে ঠিক সেভাবে কোথাও কোনো কোচিং না করেও চান্স পাওয়ার সংখ্যা ও ভুরি ভুরি। এর মেইন কারন হল কি পড়তে হবে কি কি বই পড়তে হবে এসব বুঝতে পারা।
এক্ষেত্রে #সংশপ্তক সিরিজের বই গুলো তোমাকে ভালো হেল্প করতে পারবে। আর কোনো ভার্সিটি তে কোন কোন ইউনিটে এক্সাম দিতে চান আগেই ঠিক করে ফেলুন এবং সে সব ইউনিটের প্রশ্ন কাঠামো সম্পর্কে জানতে চেষ্টা করুন।
হয়তো একদিন পড়তে পড়তে জমে থাকা কষ্ট গুলোই জীবনের বড় সফলতার কারন হবে।
অনেকেই জানতে চেয়েছ সেকেন্ড টাইমার দের জন্য কোন কোচিং ভালো হবে। সেকেন্ড টাইমার দের জন্য সবচেয়ে ভালো কোচিং #সংশপ্তক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_কেচিং । কারন একমাত্র #সংশপ্তক ই সেকেন্ড টাইমার দের জন্য দীর্ঘ ২৭ বছর ধরে কাজ করে যাচ্ছে।