সংশপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেকেন্ড টাইমারদের জন্য ভর্তি চলছে…
#সেকেন্ডটাইম
.
যারা ইতিমধ্যে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করেছ তাদের মন থেকে ধন্যবাদ জানাই কারণ তোমরা তোমাদের পরিশ্রম এর ফল অবশ্যই পাবে। এভাবে চালিয়ে যাও, অনিয়মিত পড়াশোনা করবে না একদম, রেগুলেটরি মেইনটেইন কর।
আর যারা এখনও প্রিপারেশন শুরু করতে পারো নাই তাদের বলব, এই ভাবে একদিন একদিন করে তুমি পিছিয়ে যাচ্ছ কিন্ত মনে রেখ, কাল থেকে পড়ব, কাল থেকে পড়ব, ওই কাল কিন্ত কখনও আজ হবে না, তাই কাল না বলে বলও আজ এখন থেকে পড়াশোনা শুরু করবো। বছরের প্রথম থেকে শুরু করো তোমার লড়াই। আগের বছর কি হয়েছে তা মনে করতে হবে না।হতাশা কমিয়ে পড়াশোনায় নেমে পর। চার দিকে যতই বাধা, বিপত্তি, কটু কথা আসুক না কেন কানে না নিয়ে পড়াশোনা শুরু কর।
#সেকেন্ড_টাইম_প্রিপারেশন এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ফলো করে প্রিপারেশন নেয়া। আন্দাজে পরিকল্পনাবিহীন প্রিপারেশন ক্ষতি ডেকে আনবে। তাই সবচেয়ে ভালো হয় সেকেন্ড টাইমের জন্য নির্ভরযোগ্য এমন কোন কোচিং এ ভর্তি হয়ে যাওয়া “। #সংশপ্তক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_কোচিং সেকেন্ড টাইমারদের জন্য এক আস্থার নাম। দীর্ঘ ২৭ বছর ধরে সংশপ্তক সেকেন্ডেটাইমার দের জন্য কাজ করে যাচ্ছে।
আমাদের কার্যক্রম সমূহঃ
★জাবির জন্য আলাদা স্পেশাল লেকচার শীট।
★সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের জন্য জাবি স্টান্ডার্ড প্রশ্নপত্রে ডেইলি টেস্ট ও মাসিক মূল্যায়ন পরীক্ষা।
★বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লেকচার শীট এ জাবি, বিইউপি, সাস্ট, বিজ্ঞান প্রযুক্তি ও বাকৃবিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
★ IQ এর জন্য স্পেশাল ক্লাস ও লেকচারশীট প্রদান।
★ জাবির B ও C Unit এর জন্য বিষয়ভিত্তিক সাধারনজ্ঞান ক্লাস।
★ ইংলিশ ভার্সন সাধারন জ্ঞান ক্লাস ও শীট প্রদান।
★জাবির পাশাপাশি বিইউপি,সাস্ট ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জন্য অতিরিক্ত ক্লাস এর ব্যাবস্থা।
★ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট নেয়া।
#সংশপ্তক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_কোচিং এর সকল শাখায় সেকেন্ড টাইম স্পেশাল ব্যাচে ভর্তি চলছে।।
প্রয়োজনে রানিং ব্যাচ এ ফ্রী ক্লাস করে ভর্তির সিধান্ত নিন।।
Tag:blog, sangshaptak, উপদেশ, বিশ্ববিদ্যালয়, সংশপ্তক