প্রিয় সেকেন্ড টাইমারস
প্রিয় সেকেন্ড টাইমারস,
যারা পাবলিকান হওয়ার স্বপ্ন দেখেছো একটি আসনে নিজেকে আবিষ্কার করার বাসনা তীব্রভাবে পেয়ে বসেছে তাদের প্রতি কিছু কথা :-
.
ankara escort
balgat escort
çankaya escort
çebeci escort
demetevler escort
dikmen escort
eryaman escort
esat escort
etlik escort
keçiören escort
kızılay escort
kolej escort
rus escort
sincan escort
yenimahalle escort
alanya escort
অধিকাংশ ক্ষেত্রে একজন সেকেন্ড টাইমার ডিপ্রেশনের সাগরে নিমজ্জিত থাকে।
সমাজ, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব এমনকি পরিবার থেকেও মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হবে এটাই একজন সেকেন্ড টাইমারের ১ বছরের জীবন।যদি তুমি এই ডিপ্রেশনকে সাপোর্ট দাও তাহলে তোমার সেকেন্ড টাইমার হওয়ার দরকার নাই! সোজা কথা!
কারণ তুমি পারবেনা! তোমাকে এই ডিপ্রেশন গুমরে খাবে। সম্পূর্ণ প্রিপারেশন তুমি নিতে পারবেনা। সেকেন্ড টাইম মানে শেষ পর্যন্ত লড়ে যাওয়া। যতগুলো ভার্সিটি আছে সবগুলোতে ট্রাই করা। কিন্তু তুমি দু একটা পরীক্ষা দিয়ে ভেঙে পরবে যার কারণে বাকি পরীক্ষাগুলোতে তুমি পিছিয়ে যাবে। যদি এমনটা হয় তাহলে তুমি সমাজ পরিবার ইত্যাদির ভয়ে খারাপ কোনো পথ বেছে নিবে।
যদি ডিপ্রেশনকে সাপোর্ট দাও তাহলে কেন তুমি সেকেন্ড টাইমার?
.
সেকেন্ড টাইমার মানে এক বিষাক্ত আগুনের ফুলকি। যে আগুনে পুড়িয়ে ফেলতে হবে সমস্ত পিছুটান, আঘাত মানসিক পক্ষাঘাত। সমালোচকে আলোচকে পরিণত কারার কারিগরই একজন সেকেন্ড টাইমার।
তোমাকে তৈরী হতে হবে জীবনের সব থেকে বড় যুদ্ধের জন্য। শেষ বারের মত একবার চোখ মুছে এখনই লেগে পর। আজ থেকে নয় এখন থেকে, কাল থেকে তো দূরের কথা।
এমনটা হওয়ার পর যখন দেখবা তুমি একটা ভার্সিটি নিজের করে নিতে পারবা তখন দেখবা জীবনটা আসলে কতটা সুখের। কত গুণগান তোমার, কত আলোচক তোমার।
পুরনো সব কষ্ট দুর হয়ে যাবে।এমনটা হওয়ার পর যখন দেখবা তুমি একটা ভার্সিটি নিজের করে নিতে পারবা তখন দেখবা জীবনটা আসলে কতটা সুখের। কত গুণগান তোমার, কত আলোচক তোমার।
পুরনো সব কষ্ট দুর হয়ে যাবে।
একজন সেকেন্ড টাইমার জানে চান্স না পাওয়া কতটা কষ্টের, সমাজে তার স্থান কোথায়। তাই বলি সেকেন্ড টাইমার হলে আগুনের ফুলকির মত হও যেন জ্বালাতে পার সবকিছু! মনে দৃঢ় বিশ্বাস রাখ যে তুমি পারবে।
.
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই? মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো #সংশপ্তক_বিশ্ববিদ্যালয়_ভর্তি_কোচিং এ।
2nd Time এর জন্য এই কোচিং টি ই সবার সেরা। একবার এই কোচিং এ আসলে এদের কার্যক্রম দেখলেই বুঝতে পারবে কেনো এই কোচিং সবার সেরা।
শুভ কামনা সকল সেকেন্ড টাইমারদের জন্য
Tag:blog, sangshaptak, উপদেশ, বিশ্ববিদ্যালয়, সংশপ্তক