✅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
👉✅ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
👉সকলের প্রশ্ন/কনফিউশন ভাইয়া প্রতিটি ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন হয়?
👉 Mark Distribution বিস্তারিত দেওয়া হলোঃ-
👉A ইউনিট (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ):-
গনিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২, বাংলা ৩, ইংরেজি ৩ এবং বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) ৮ নম্বর ।
👉B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ):-
বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫, এবং বুদ্ধিমত্তা ১৫ নম্বর।
👉C ইউনিট (কলা ও মানবিকী অনুষদঃ-নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত):-
বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
👉C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদঃ-নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ):-
বাংলা ১০, ইংরেজি ১০ এবং বিষয়ভিত্তিক ৬০ নম্বর।
👉D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):-
বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমাত্তা ৪ নম্বর ।
👉E ইউনিট ( বিজনেস স্টাডিস অনুষদ):-
বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর (গণিত, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রশ্নপত্রের মাধ্যম হবে বাংলা)
👉F ইউনিট (আইন অনুষদ):-
বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০ নম্বর।
👉G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জেইউ)
বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical Aptitude ও IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১০ এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর। মোখিক পরীক্ষায় ন্যূন্যতম ৩৫% পেতে হবে।
👉H ইউনিট ( ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি):-
বাংলা ৫, ইংরেজি ১৫, গণিত ৪০ এবং পদার্থবিজ্ঞান ২০ নম্বর।
👉I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):-
বাংলা ১৫, ইংরেজি ১৫, বিশ্বসাহিত্য ১০, সাধারণ জ্ঞান ১০, সংস্কৃতি ৫, নৃবিজ্ঞান ৫, প্রত্নতত্ত্ব ৫, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০, ইতিহাস-ঐতিহ্য ৫।
Tag:blog, sangshaptak, উপদেশ, বিশ্ববিদ্যালয়, সংশপ্তক