যারা সেকেন্ড টাইমার বা স্বপ্ন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার পোস্টটি শুধু তাদের জন্য…!!!
#যারা_সেকেন্ড_টাইমার_বা_স্বপ্ন_যাদের_পাবলিক_বিশ্ববিদ্যালয়ে_পড়ার
পোস্টটি শুধু তাদের জন্য…!!!
ankara escort
balgat escort
çankaya escort
çebeci escort
demetevler escort
dikmen escort
eryaman escort
esat escort
etlik escort
keçiören escort
kızılay escort
kolej escort
rus escort
sincan escort
yenimahalle escort
alanya escort
পাবলিক বিশ্ববিদ্যালয় ইহা এক স্বপ্নের নাম।লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই পাবলিক নামক বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে।কিন্তু কয়জনই বা এই স্বপ্ন পুরণ করতে পারে।অনেকে প্রথমবার চান্স না পেয়ে হতাশা,ব্যর্থতা,অশান্তিতে জর্জজরিত। আবার অনেকে ইনবক্সে নক দিয়ে বলেন ভাইয়া আমি ইংলিশ পারি না,আমার ভোকাবলারি মুখস্থ হয় না,পড়া একদম মনে থাকে না।কিভাবে শুরু করব কিছুই বুজতেপারছি না।
থামেন আমি একটু বলি, আপনার সমস্যা কোথায়,আপনি কোন সাবজেষ্ট এ দুর্বল সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে।যদি আপনি আপনার সমস্যা নিজে খুঁজে বের করতে না পারেন তাহলে অন্যজন কিভাবে আপনার সমস্যার সমাধান দিবে।যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনাকে ইংলিশের প্রতি জোর দিতে হবে।ব্যাসিক রুলস্ গুলা আয়ও্ব করতে হবে এবং প্রয়োজনীয় সময় দিতে হবে।
অনেকে ভয় নামক এক মহা সমস্যা মনের ভিতর লালন করতেছেন।কথায় বলে, ‘বনের বাঘে খায় না মনের বাঘে খায়’। সত্যি বলতে ভয় নিয়ে কখনো সফল হওয়া যায় না।আপনি যদি ভয়কে জয় করতে পারেন তাহলে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে গেলেন।আপনার নিজেকে আগে বিশ্বাস করাতে হবে যারা #পাবলিক_বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা আপনার মত রক্ত মাংসে গড়া মানুষ, ভিন্ন গ্রহের কোন প্রাণী না। যদি আপনার মতো একজন #পাবলিকে পড়তে পারে তাহলে কেন আপনি পারবেন না?
এবার আসি মেধায়!অনেকে বলেন ভাইয়া আমার কিছুই মনে থাকে না,আমার মেধা খুব একটা ভালো না।তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলব, মেধা সবারই সমান কেউ কাজে লাগায় আর কেউ কাজে লাগায় না।যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলামিন তিনি ন্যায়বিচারক। তিনি সকলের সমান মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।যদি কারো কম আবার কারো বেশি মেধা দিতেন তাহলে মহান রাব্বুল আলামিন ন্যায়বিচারক হতেন না।
এখনও বিশ্বাস হচ্ছে না -তাহলে শুনুন,
নিউরো সাইন্টিসরা বলেন মানবমস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়েও দশ লক্ষ গুন ক্ষমতা সম্পন্ন।যদি দামের হিসাবে একটা কম্পিউটারের দাম ৫০,০০০টাকা হয় তাহলে আপনার ব্রেনের দাম দাড়াচ্ছে ৫০০০কোটি
টাকা। আপনি কমপক্ষে ৫হাজার কোটি টাকার সম্পদ আপনার ঘাড়ের উপর বয়ে বেড়াচ্ছেন।এখন যদি আপনি আপনার মেধার যথাযথ মৃল্যায়ন না করেন তাহলে হয়তো আপনার সারাটা জিবন বৃথাই। প্রতিভাবান ব্যাক্তিরা জাস্ট মেধার অল্প একটু কাজে লাগিয়েছেন।তারা যদি সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না??
সর্বপরি উপরের কথাগুলো যদি আপনার মোটিভেট না করে তাহলে আপনি আপনার মায়ের দিকে তাকান,মায়ের ঐ ছলছল চোখ কি আপনার পড়ার প্রতি আকৃষ্ঠ করে না। বাবার কষ্টের টাকার কি কোন মূল্য নাই।ভাইয়ের আশার কি কোন প্রতিদান নাই, বোনের স্বপ্নগুলো কি এক নিমিষেই ব্যর্থ করে দিবেন।
মনে রাখবেন যদি আপনার এত কিছুতেও কোন পরিবর্তন না হয় তাহলে আপনাকে কে বলেছে পড়তে? ছেড়ে দিন! তবে যেদিন ব্যর্থ হবেন সেদিন পাশে কাউকে পাবেন না একমাএ মা ছাড়া। সেদিন শুধু আপনার সঙ্গী হবে একরাশ তিক্ততা, প্রতিবেশীদের কটুকথা, আত্নীয়স্বজনদের ইগনোর করার কঠিন মুহুত্তগুলো।
তাই অনন্ত মায়ের জন্য হলেও আপনাকে চান্স পেতে হবে।মায়ের মুখে হাসি ফোটাতে হবে।যেদিন মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন সেদিন ই হবে আপনার জিবনের সেরা দিন।
Tag:blog, sangshaptak, উপদেশ, বিশ্ববিদ্যালয়, সংশপ্তক