BUP ভর্তি বিজ্ঞপ্তি ১৮-১৯ অনুযায়ী
BUP ভর্তি বিজ্ঞপ্তি ১৮-১৯ অনুযায়ীঃ
#FACULTY_OF_SCIENCE_AND_TECHNOLOGY
মোট ৯.২৫ জিপিএ (Ssc+Hsc)এইচএসসিতে ৪.৫০ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মান বন্টনঃ মোট ৭০ নম্বর
গণিত- ২৫,
পদার্থ বিজ্ঞান-২০,
রসায়ন-১৫,
ইংরেজী-১০
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#FACULTY_OF_ARTS_AND_SOCIAL_SCIENCE
বিজ্ঞান বিভাগ:
মোট ৮.৫০ জিপিএ (ssc+hsc)
এইচএসসিতে ৪.০০ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ:
মোট ৮.২৫ জিপিএ (ssc+hsc)
এইচএসসিতে ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মানবিক বিভাগ:
মোট ৭.৭৫ জিপিএ(ssc+hsc)
এইচএসসিতে ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মান বন্টন:
সাধারণ জ্ঞান- ৩০,
ইংরেজী-৪০,
বাংলা/সাধারন গণিত- ৩০
মোট ১০০ নাম্বার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#FACULTY_OF_BUSINESS_STUDIES
বিজ্ঞান বিভাগ:
মোট ৮.৫০ জিপিএ (ssc+hsc)
এইচএসসিতে ৪.০০ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ:
মোট ৮.২৫ জিপিএ (ssc+hsc)
এইচএসসিতে ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মানবিক বিভাগ:
মোট ৮.২৫ জিপিএ(ssc+hsc)
এইচএসসিতে ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মান বন্টনঃ
সাধারণ গণিত- ৩০,
ইংরেজী-৩০,
সাধারণ জ্ঞান-২০
মোট ৮০ নাম্বার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#FSSS :
বিজ্ঞান বিভাগ:
মোট ৮.৫০ জিপিএ (ssc+hsc)
এইচএসসিতে ৪.০০ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ:
মোট ৮.২৫ জিপিএ (ssc+hsc)
এইচএসসাইট ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মানবিক বিভাগ:
মোট ৭.৭৫ জিপিএ(ssc+hsc)
এইচএসসিতে ৩.৭৫ জিপিএ বা এর বেশি থাকতে হবে।
মান বন্টনঃ
সাধারণ জ্ঞান- ৩০,
ইংরেজী-৪০,
বাংলা- ৩০
মোট ১০০ নাম্বার।
#2nd Time ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে ❤😍
Tag:blog, sangshaptak, উপদেশ