হতাশ হয়ো না !
যারা এখনো কোথাও চান্স পাওনি তাদের হতাশ হওয়ার কিছুই নেই । সেকেন্ড টাইম ট্রাই করো । মেডিকেলে , BUP, SUST, ইবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৭৬% স্টুডেন্টই সেকেন্ড টাইমার !
.
সেকেন্ড টাইমারদের জন্য স্পেশাল
পোস্ট :
.
দেশের প্রায় ২৮ টি পাবলিক
বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু
রয়েছে । যদি তোমার ইচ্ছা থাকে
পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়বো ,
যদি তুমি এমন কিছু করতে চাও যাত তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব
করতে পারে তাহলে তোমার উচিত
এখন থেকেই খুব ভালোভাবে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেয়া । হতাশা তোমার জীবন থেকে কয়েকটা মাস শেষ করে দেয়া ছাড়া আর কিচ্ছু পারবে না।আর
পাবলিকে চান্স টা তখন সোনার হরিণ থেকে যাবে। কোনোদিন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে
দেখেছো তারা কি চায়? বাবা মা কে
এটুকু খুশি যদি এনে দিতে পারো
তাহলে দেখবে খুব খুব খুশি হবে।আর তুমি ও সফলতার
শীর্ষে আরোহন করবে। মানুষ যখন কটু কথা বলবে তখন এই
৩ টি বাক্য মনে করবা।
১.যদি কেউ তোমাকে পাথর মারে,
তাহলে নিজেকে এত উপরে নিয়ে যাও যেন সেই পাথর তোমাকে ছুঁতে না পারে।
২.কেউ যদি তোমাকে ইট মারে,
তাহলে সেটা দিয়ে নিজের সফলতার
দেয়াল টা বানিয়ে ফেলো।
৩.failure is the pillar of success.যিনি
বিফলতার তিক্ত অভিজ্ঞতা সংগ্রহ করে পরিশ্রম ও
ধৈর্যের সাথে কাজে অগ্রসর
হন,সফলতা তার জন্য সুনিশ্চিত।
.
ইনশাল্লাহ তুমিই পারবে শুধু পরিশ্রম
কর বুদ্ধিদীপ্ত ভাবে।হতাশা আর
মানুষের কটু কথা একদম ঝেড়ে ফেলো।
আজ থেকে তুমি একজন যোদ্ধা মনে
রেখো।আল্লাহ পাক
এর নাম নিয়ে আজই শুরু হোক সেকেন্ড
টাইমের প্রিপারেশন। দেখা হবে
বিজয়ে
🔜সংশপ্তক বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং (সংশপ্তক তোমার পাশে)
#2nd_Time_বিশ্ববিদ্যালয়_ভর্তি_কোচিং
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়
#সেকেন্ড_টাইম
#ফার্মগেট
#সাভার
#মৌচাক
#মানিকগঞ্জ
আমাদের শাখা সমূহ :-
👩🎓 ফার্মগেট শাখা – ১০৯ গ্রীনরোড(৫ম তলা),অর্কিড প্লাজা-২ ফার্মগেট,ঢাকা
☎ 01817002098
☎ 01710822599
👩🎓 সাভার শাখা – সাভার সিটি সেন্টারের পেছনে
সিকদার টাওয়ার(২য় তলা)
☎ 01839960825
☎ 01839960825
👩🎓 মৌচাক শাখা -৮৭ নিউ সার্কুলার রোড(২য় তলা)ঢাকা।
(পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে) আয়শা শপিং সেন্টারের পাশে।
☎ 01839960825
☎ 01817002098
👩🎓 মানিকগঞ্জ শাখা -গঈাধর পট্টি, কুইন্স স্কুলের (৩য় তলা)দেবেন্দ্র কলেজের সামনে
☎ 01839960845
☎ 01839960825
Tag:blog, sangshaptak, উপদেশ